| আপডেট ৪:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 142
নেত্রকোনার পূর্বধলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৬১, ‘নেত্রকোনা- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।,
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম রানা প্রমুখ।,’
এ বিভাগের আরও খবর